২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাবার খোঁজে নমুনা দিতে এল ৭ মাসের ফাইযা

ডিএনএ নমুনা দিতে হাসপাতালে এসেছে সাত মাসের ফাইযা রহমান
ছবি: জুয়েল শীল

বাবার খোঁজে ডিএনএ নমুনা দিতে মায়ের কোলে চড়ে হাসপাতালে এসেছে সাত মাসের ফাইযা রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে আইসিটি দপ্তরের তত্ত্বাবধায়ক আবদুস সোবহানের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরই মেয়ে ফাইযা।

গত শনিবার রাতে ডিপোতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান আবদুস সোবহান। স্ত্রী ইস্পাহান সুলতানাকে ভিডিও কল দিয়ে আগুনের ভয়াবহতা দেখাচ্ছিলেন তিনি। স্ত্রী তাঁকে তখন আগুনের কাছ থেকে দূরে সরে যেতে বলেছিলেন। সাবধান করেছিলেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মিনিট পাঁচেক পরই বিকট শব্দ।

আরও পড়ুন

মুহূর্তেই অন্ধকার হয়ে যায় মুঠোফোনের পর্দা। এর পর থেকেই খোঁজ নেই আবদুস সোবহানের। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেটে কথা হয় ইস্পাহানের সঙ্গে। চেয়ারে হেলান দিয়ে বসে ছিলেন তিনি। ক্লান্ত, বিধ্বস্ত। থেমে থেমে কাঁদছিলেন। আর বলছিলেন, ‘তাঁকে সরে যেতে বলেছিলাম। কিন্তু সরে নাই।’

পরিবারের সব সদস্য মিলে ডিপো, বিভিন্ন হাসপাতালে তন্নতন্ন করে খুঁজেছেন আবদুস সোবহানকে। কিন্তু পাননি। ইস্পাহানের পাশে বসে ছিলেন আবদুস সোবহানের ভাই রায়হান উদ্দিন। তিনিও নমুনা দেবেন। ডিএনএ পরীক্ষার জন্য প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হবে।

আরও পড়ুন

২০১৩ সাল থেকে ডিপোতে কর্মরত ছিলেন সোবহান। বাড়ি বাঁশখালীর শেখেরখীলে। আড়াই বছর আগে বিয়ে করেন।

রায়হান বলেন, শনিবার অফিস শেষ করে ডিপোর কোয়ার্টারে চলে গিয়েছিলেন তাঁর ভাই। কিন্তু আগুন লাগার কথা শুনে আবার ডিপোতে দেখতে আসেন। সাড়ে ১১টার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। আবদুস সোবহানকে খুঁজে পেতে এখন ডিএনএ পরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় স্বজনেরা।

এ সম্পর্কিত আরও পড়ুনঃ