পদ্মাপাড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা

ফাইল ছবি: প্রথম আলো

পদ্মা নদীসংলগ্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তা আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় পদ্মার পানি সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আগামী দুদিনে রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। শুক্রবার দুপুরে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশের সরকারি সংস্থাটির নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, পদ্মার পানি আজকে (গতকাল) গোয়ালন্দ পয়েন্টে ৩৫ সেন্টিমিটারের ওপরে দিয়ে প্রবাহিত হয়। এতে এ অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ পয়েন্টে আগামী ২৪ ঘণ্টায় আরও ১০ সেন্টিমিটার পানি বাড়তে পারে। তখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

চলতি সপ্তাহের শুরুতে পদ্মার তীরের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান আরিফুজ্জামান। তিনি বলেন, ‘এই বন্যা পরিস্থিতি আরও ৫ থেকে ৭ দিন অব্যাহত থাকতে পারে। এই সময়ে ভাগ্যকূল ও মাওয়া পয়েন্টেও পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পদ্মা তীরের অঞ্চলগুলোয় বন্যার আরও বিস্তার লাভ করতে যাচ্ছে।’

গোয়ালন্দ পয়েন্ট ছাড়াও তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং গড়াইয়ের পানি কামারখালী পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় যমুনার নদী মথুরা পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর অববাহিকাভুক্ত নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। সুরমা–কুশিয়ারা ছাড়া দেশের প্রধান নদ–নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।