ডাস্টবিন তালাবদ্ধ রাস্তায় ময়লা

ট্রান্সফার স্টেশনের ফটক খোলেনি। তাই ময়লা রাখা হয়েছে রাস্তায়। ছবিটি উত্তরা থেকে গতকাল তোলা l প্রথম আলো
ট্রান্সফার স্টেশনের ফটক খোলেনি। তাই ময়লা রাখা হয়েছে রাস্তায়। ছবিটি উত্তরা থেকে গতকাল তোলা l প্রথম আলো

ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছে প্রায় ৪০টির মতো আবর্জনাভর্তি ভ্যান। বিকেল চারটার আগে ডাস্টবিনের তালা খোলা হয় না। তাই সকাল থেকে বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে এনেও ঘণ্টার পর ঘণ্টা ময়লাভর্তি ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এর চালকদের।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানী উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানের পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় নির্মাণ করা নতুন ডাস্টবিনের পাশে দেখা গেল এই চিত্র। উত্তরার ৫, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪—মোট আটটি সেক্টরের বাসাবাড়ির আবর্জনা এনে জমা করা হয় এ ডাস্টবিনে।
উত্তরা ৯ নম্বর সেক্টরের ময়লা সংগ্রহকারী ভ্যানচালক শাহ আলম বলেন, ‘আমরা সকাল থেকেই বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ শুরু করি, কারণ আমাদের প্রায় তিন-চার ট্রিপে আবর্জনা সংগ্রহ করতে হয়। কিন্তু এখানে ডাস্টবিনের তালা খোলা হয় চারটার পরে। প্রথম ট্রিপের পর এখানে ময়লা রাখতেই আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই ময়লা সংগ্রহ শেষ করতে আমাদের প্রায় রাত ১১-১২টা বেজে যায়।’
কবে থেকে এ ধরনের সমস্যা হচ্ছে, জানতে চাইলে বিল্লাল হোসেন বলেন, ‘আজ নিয়া তিন দিন হলো। মে মাসের ১ তারিখ থেকে এইটা চালু হইসে।’ বিষয়টি নিয়ে ১০ নম্বর সেক্টরের এক গৃহিণী বিরক্তি প্রকাশ করে বলেন, ‘গত দুই দিন আমার বাসা থেকে রাত ৯-১০টার দিকে ময়লা নিতে আসছে। রাতে ময়লা নিতে আসলে কি ভালো লাগে, আপনি বলেন? আগের দিনের ময়লা সারা দিন ঘরে রেখে দিলে দুর্গন্ধ হয়ে যায়।’
উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ব্যবস্থাপক জয়নুল আবেদিন বলেন, গত ৩০ এপ্রিল থেকে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের নির্দেশে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাধারণত আবর্জনা পরিষ্কারের কাজ রাতে করা হয়। তাই বিকেল থেকে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করার জন্য তিনি (মেয়র) এমন ঘোষণা দিয়েছেন।
জয়নুল আবেদিন বলেন, ‘মাত্র কদিন হলো। আর কিছুদিন যাক। যদি সমস্যা বেশি হয়, তাহলে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে আমরা এর সমাধান করে ফেলব।’ নতুন ওই ডাস্টবিনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার রুহুল আমিন মুঠোফোনে বলেন, ‘এটা মাননীয় মেয়রের সিদ্ধান্ত। আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেভাবেই ডাস্টবিন সংরক্ষণ করছি।’