২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্লাসে উপস্থিতি ৯৯ শতাংশ

প্রথম দিন ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ, ১৩ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সশরীর শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় চমেক ক্যাম্পাসে শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু হয়। বেশ উৎসাহ নিয়ে ক্যাম্পাসে উপস্থিত হতে দেখা গেছে শিক্ষার্থীদের। সশরীর ক্লাসে ৯৯ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজে আজ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও চূড়ান্ত বর্ষের ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন ক্যাম্পাসে। প্রথম বর্ষের কিছু শিক্ষার্থীর করোনার টিকা গ্রহণ বাকি ছিল, তাঁরাও আজ উপস্থিত হয়ে টিকা নেন। প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছেন ২২৮ জন।

দ্বিতীয় বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস হয় একাডেমিক ভবনে। দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীর সংখ্যা (বিডিএসসহ) ২৭০। এ ছাড়া চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীর সংখ্যা ২৫৬।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেনা আকতার প্রথম আলোকে বলেন, সশরীর ক্লাসে ৯৯ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। তাঁরাও বসে ছিলেন ক্লাসের জন্য। খুব উদ্দীপ্ত তাঁরা। ক্লাস শুরুর আগে গত শনিবার ছাত্রাবাস খুলে দেওয়া হয়।