ঘোষণা ছিল সুতার, পাওয়া গেল রাসায়নিক

কনটেইনারটি খুলে সেখানে ২৪৭ বস্তা রাসায়নিক পদার্থ পাওয়া যায়।

শুল্ক–সুবিধায় এক কনটেইনার পলিয়েস্টার সুতা আমদানির ঘোষণা দিয়েছিল ময়মনসিংহের পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কাস্টমস কর্মকর্তারা সেই কনটেইনার খুলে সুতার দেখা পাননি। কনটেইনারের ভেতর তাঁরা দেখতে পান, ২৪৭ বস্তা রাসায়নিক পদার্থ। আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

কনটেইনারে পাওয়া রাসায়নিক পদার্থের নাম কী, তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস পরীক্ষাগারে পাঠানো নমুনার ফলাফল পাওয়ার পরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

নথিপত্র অনুযায়ী, চীন থেকে ৪১ হাজার ৫৬০ ডলার বা প্রায় ৩৫ লাখ টাকায় ৪০ ফুট লম্বা কনটেইনারে ২৫ টন পলিয়েস্টার সুতা আমদানির কথা ছিল। সুতার বদলে অন্য পণ্য থাকার খবরে ৯ ডিসেম্বর কনটেইনারটি খোলা হয়। সেখানে ২৪৭ বস্তা রাসায়নিক পদার্থ পাওয়া যায়। প্রতি বস্তায় পাউডারের মতো রাসায়নিক পদার্থ ছিল ৪০ কেজি।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার শরফুদ্দিন মিঞা জানান, পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।