>

২১ থেকে ৩০ বছর বয়সীদের গলাতেই কেন মাছের কাঁটা বেশি আটকায়

জীবনযাপন ডেস্ক

ছেলেমেয়ে, ছোট–বড়, বয়স্ক—সবার গলাতেই আটকাতে পারে কাঁটা

তবে ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে এটি ঘটতে সবচেয়ে বেশি দেখা যায়

কারণ, তাঁরা পড়াশোনা, কাজ বা ক্যারিয়ার–সংক্রান্ত ব্যস্ততায় অমনোযোগী হয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে চান

প্রখ্যাত গবেষণা সংস্থা ‘উইলি’র বিশ্লেষণ অনুযায়ী ‘উচ্চ ঝুঁকিসম্পন্ন’ একটা তালিকায় আছে: শিশু, বয়স্ক

যাঁরা নকল দাঁত ব্যবহার করেন, যাঁরা ‘সেরেব্রাল পালসি’র রোগী, যাঁদের ‘মাসকুলার ডিস্ট্রফি’ বা মাংসপেশি নষ্ট হয়ে যাওয়া রোগ আছে

যাঁরা একবারে অনেক খাবার খান এবং যাঁরা তাড়াতাড়ি খাবার খান