আমাজন নদীই আমাজন বনের জীবনীশক্তি
৯টি দেশের প্রায় ৭০ লাখ বর্গকিলোমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই বনাঞ্চল। আয়তনে বাংলাদেশের ৪৯ গুণ।
এ বনের ৬০ শতাংশ ব্রাজিল, ১৩ শতাংশ পেরু, ১০ শতাংশ কলম্বিয়া এবং বাকি ১৭ শতাংশ অন্যান্য ৬টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানায় অবস্থিত।
সমগ্র পৃথিবীতে যে পরিমাণ চিরহরিৎ বন বা রেইনফরেস্ট আছে, তার অর্ধেকই হলো আমাজন।
এই বনে ৪০ হাজার প্রজাতির প্রায় ৩ হাজার ৯০০ কোটি গাছ রয়েছে।
আমাজনে রয়েছে ৩০ লাখ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ।
এই বনে বাস করে ১০ লাখ আদিবাসী মানুষ।