জীবনযাপন ডেস্ক
বাসন্তীরঙা বসনে নগরবাসী আজ বরণ করে নেবে রঙিন বসন্তকে।
বসন্ত মানেই রঙের ছড়াছড়ি
পোশাকে বসন্তের রং
সুতির শাড়ি, কাচের চুড়ি আর ফুল—বসন্তের প্রথম দিনটির সাজে থাকতে পারে এই অনুষঙ্গ
ফাল্গুনের সাজে ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতার রং।
ফুলের ফাল্গুনে কতই না ফুল।
বসন্ত আর ভালোবাসার দিন তো আজ মিলেমিশে যাবে।