হাসান ইমাম
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়েতে যে আইভরি লেহেঙ্গা পরেছেন, সেটি এখন আলোচনায়।
দারুণ লেহেঙ্গাটি নকশা করেছেন ভারতীয় ডিজাইনার সীমা গুজরাল।
সীমার ‘প্লেসেস অব ড্রিমস’ আউটলাইনের অটাম/উইন্টার কালেকশন থেকে কাস্টমাইজ করে নেওয়া হয়েছে এই লেহেঙ্গা।
লেহেঙ্গা ও ব্লাউজে নকশা ফুটিয়ে তোলা হয়েছে এমব্রয়ডরি ও সিকোয়েন্স দিয়ে। মুক্তাও ব্যবহার করা হয়েছে।
ফুলহাতা ব্লাউজটিতে করা হয়েছে কাটআউট নকশা।
মেহজাবীন লেহেঙ্গার সঙ্গে লং ট্রেইল ওড়না বেছে নিয়েছেন। এ সময় পশ্চিমা কনেদের আদলে এমন লম্বা ওড়নার চল দেখা যাচ্ছে।
গলায় হার, টানা কানের দুল, চুড়ি ও টায়রা বেছে নিয়েছেন টাইটান কোম্পানির গয়নার ব্র্যান্ড তানিস্ক থেকে।
মেকআপ আর্টিস্ট জাহিদ খান ছিলেন সাজের দায়িত্বে। মেহজাবীনের হাতে মেহেদি পরিয়েছেন হেনা আর্টিস্ট শাহরিয়ার।
ছবি: তাহসিন রহমান, রেমিনিসেন্স ফটোগ্রাফি ও সংগৃহীত