হাসান ইমাম
১০ বছর আগে বিয়ের পোশাক নিয়ে প্রথম আলোর বিশেষ ম্যাগাজিন ‘বর্ণিল বিয়ে’কে যা বলেছিলেন, সেভাবেই কনে সাজলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আইভরি বা চাঁপা সাদা লেহেঙ্গা পরেই কনে সাজলেন মেহজাবীন। ভারী জরি, পুঁতির কাজ করা সেই লেহেঙ্গাজুড়ে।
বরের সাজে আদনান আল রাজীব পরেছিলেন কফি রঙের প্লেইন শেরওয়ানি। কলারে জারদৌসির কাজ। প্যান্টের রং অফ হোয়াইট, জুতা বেছে নিয়েছেন শেরওয়ানির সঙ্গে মিলিয়ে।
নিজের ফেসবুক পেজে বিয়ের ছবি প্রকাশ করে এই অভিনেত্রী দিয়েছেন এক আবেগঘন পোস্ট।
বর নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে ১৩ বছর আগে পরিচয় হয়েছিল বলে জানিয়েছেন মেহজাবীন।
ফেসবুকে হাস্যোজ্জ্বল বিয়ের পাঁচটি ছবি প্রকাশ করলেও একটি ভিডিওতে দেখা গেল ভিন্ন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবকে।
যেখানে মালাবদলের পর মেহজাবীন অতিথিদের উড়ন্ত চুমু দিলেও চোখ মুছতে দেখা যায় আদনান আল রাজীবকে।
এরপর দুজন মুখোমুখি দাঁড়িয়ে শক্ত করে হাত ধরে আবেগাক্রান্ত হয়ে পড়েন।
রাজীব বুকে জড়িয়ে নিতেই কান্নায় ভেঙে পড়েন মেহজাবীন।
দীর্ঘদিনের প্রেমের পর দাম্পত্য সম্পর্কে জড়ানোর বিশেষ দিনটিতে নিজেদের আবেগ আর সামলাতে পারেননি এই তারকা দম্পতি।
মেহজাবীন চৌধুরীর বিয়ের সাজের দায়িত্বে ছিলেন এ সময়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট জাহিদ খান।