হাসান ইমাম
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন ছিল সাত বছরের বেশি সময় ধরে।
অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। কয় দিন আগে মেহজাবীন জানালেন, আদনান আল রাজীবকেই বিয়ে করছেন।
আজ ২৩ ফেব্রুয়ারি এই অভিনেত্রীর গায়েহলুদ। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বিয়ের আয়োজন।
তবে বিয়ের অনুষ্ঠানের আগেই অভিনেত্রীকে দেখে নিন বউয়ের সাজে।
২০১৪ সালে প্রথম আলোর বিশেষ ম্যাগাজিন ‘বর্ণিল বিয়ে’র প্রথম সংখ্যায় কনের সাজে দেখা গিয়েছিল মেহজাবীন চৌধুরীকে।
সেই প্রচ্ছদ ফটোশুটে মেহজাবীনের সঙ্গে ছিলেন অভিনেতা আরিফিন শুভ। বিয়ে নিয়ে নিজেদের ভাবনার কথাও সেবার জানিয়েছিলেন তাঁরা।
মেহজাবীন সেই সময় জানিয়েছিলেন, তাঁর বিয়েতে সাজগোজের দায়িত্ব বান্ধবী সৌমিন আফরীনের। সৌমিন যেভাবে চাইবেন, সেভাবেই সাজবেন মেহজাবীন।
‘নিজের মেকআপ নিজেই করি। হতে পারে বিয়ের দিনও নিজেই মেকআপ করে নেব,’ বলেছিলেন মেহজাবীন।
সেই সঙ্গে তখনই জানিয়েছিলেন, বিয়েতে ঠিক শাড়ি নয়, হয়তো লেহেঙ্গা পরবেন।
রং হিসেবে লালের বাইরে গিয়ে মেরুন অথবা চাপা সাদা ধরনের কিছু বেছে নেবেন।
এবার দেখার বিষয়, আগামীকাল বিয়ের অনুষ্ঠানে কেমন সাজপোশাকে দেখা দেন মেহজাবীন।