গত মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা–বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় জানা গেছে, টানা চতুর্থবারের মতো দুনিয়ার সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৩৯ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন।
আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে বছরে তাঁর আয় ২৬০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ১০৭ কোটি ৩৩ লাখ ২৮ হাজার টাকা।
এর মধ্যে খেলা থেকে রোনালদো আয় করেন ২০০ মিলিয়ন ডলার। বাকি ৬০ মিলিয়ন ডলার আসে মাঠের বাইরে থেকে, যার একটি বড় অংশ আসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।
এ ছাড়া রোনালদো বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকির সঙ্গে আজীবন চুক্তিতে আছেন। সেখান থেকে বছরে একটি বড় অঙ্কের টাকা পান।
তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘সিআর সেভেন’ থেকেও আয় কম নয়। এই ব্র্যান্ড থেকে বিক্রি হয় পোশাক ও খেলাধুলার অনুষঙ্গ। হোটেল ও জিমও আছে এই ব্র্যান্ডের ছায়াতলে।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে রোনালদোর মোট ফলোয়ার ১ বিলিয়ন বা ১০০ কোটি।
সম্প্রতি ইউটিউবে নিজের নামে একটি চ্যানেল খুলেছেন রোনালদো। সেখানেও গড়েছেন ইতিহাস।
সবচেয়ে কম সময়ে, মাত্র ৯০ মিনিটে ইউটিউবে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছেন রোনালদো। পেয়েছেন গোল্ডেন, ডায়মন্ড—সব বাটনই।
২০২৪ সালের ৮ জুলাই যাত্রা শুরু করা ‘ইউআর ক্রিস্টিয়ানো’ চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার ৬২ দশমিক ৮ মিলিয়ন।
আড়াই মাসে চ্যানেলটিতে এখন পর্যন্ত ৪৪টি ভিডিও আপলোড করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ভিউ ৪৯ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৭৯২।
টাকায় হিসাব করলে যার পরিমাণ ৩৫৯ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকার বেশি। মাত্র আড়াই মাসে এই টাকা আয় করেছেন রোনালদো।