এই ঈদে পাঞ্জাবির ট্রেন্ড কী, জেনে নিন

জীবনযাপন ডেস্ক

ঈদে এবার গাঢ়র চেয়ে হালকা রঙের ছড়াছড়িই বেশি, বিশেষ করে ছেলেদের পাঞ্জাবিতে। মডেল: রাসেল রানা, পোশাক: গো দেশি

কাপড়ে সুতির প্রাধান্য। সেই সুতিকেই আরও কতটা আরামদায়ক করে তোলা যায়, সেদিকে মন দিয়েছেন ডিজাইনাররা।

কাটছাঁটে খুব একটা পরিবর্তন নেই, তবে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পাঞ্জাবির সঙ্গে শ্রাগ। বিয়ের মৌসুমজুড়েই এবার বাটনহীন শ্রাগের এই স্টাইল দেখা গেছে। পোশাক: ওটু

ঘিয়ে রঙের পাঞ্জাবিটির ওপর ছাইরঙা শ্রাগ বা লং ভেস্ট। দাওয়াতে বা বাইরে ঘোরাফেরার সময় এই লুকটি হতে পারে আদর্শ।

প্লেন নকশার মিন্ট গ্রিন পাঞ্জাবি। ওপরে যেহেতু কোটি আছে, তাই পাঞ্জাবিটি রাখা হয়েছে কারুকাজহীন। পোশাক: ইনফিনিটি

ঘিয়ে রঙের কোটিতে হালকা রঙের ফুলেল নকশা। সঙ্গে প্যান্ট কাটের সাদা পায়জামা।

সুতি কাপড়ের কালো পাঞ্জাবিটি ঈদের রাতে দাওয়াতে পরতে পারেন। কলার ও বুকে সুতার সঙ্গে পুঁতি ও ডলার বসিয়ে জারদৌসির পরিমিত নকশা করা হয়েছে। পোশাক: ওটু

জামদানিতে তৈরি ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি। জমিনে বুটি নকশা আর বুকের কাছে সোনালি সুতার জামদানি পাড়ের আদল। পোশাক: গো দেশি

পাতলা কাপড়ে বাতাস চলাচলে কোনো অসুবিধা হবে না।

লাল এই পাঞ্জাবিতে সেলফ নকশা করা। ঈদের মত উৎসবে এমন রং আদর্শ হতে পারে। পোশাক: ইনফিনিটি

মডেল: রাসেল রানা, ছবি: কবির হোসেন