রুপার গয়না বা ধাতব বস্তু চকচকে করতে সামান্য টুথপেস্ট ব্যবহার করতে পারেন। কাঠ বা দেয়ালের দাগ দূর করতেও টুথপেস্ট ব্যবহার করা যায়।
কাপড়ের ওপর ফয়েল রেখে ইস্ত্রি করলে কঠিন ভাঁজ দূর হবে সহজে। ফয়েল কাটলে কাঁচির ধার বাড়ে।
লবণ বা মসলা রাখার পাত্রে কয়েকটি চালের দানা রাখলে সেগুলো জমাট বাঁধে না।
ফ্রিজ বা রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে কফির গুঁড়া রাখা যায়। প্রাকৃতিক ত্বকের স্ক্রাব হিসেবে কফির গুঁড়া দারুণ কার্যকর।
পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করলে কাচের জানালার দাগ দূর হয়। পানির সঙ্গে মিশিয়ে ফল ধুতে পারেন, কীটনাশক ও বিষমুক্ত হবে।
কলার খোসা জুতার ওপর ঘষে নিলে চকচকে হয়। গাছের গোড়ায় পুঁতে দিন, ভালো সারের কাজ করবে।