এই ছোট জীবনে সব সম্পর্কই যে পূর্ণতা পাবে, এমন নয়। তাই বিরহ আগলে রেখে জীবন থামিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করবেন না।
খারাপ লাগার অনুভূতি থেকে দ্রুত বেরিয়ে আসতে চাইলে সব স্বাভাবিকভাবে মেনে নেওয়া খুবই জরুরি।
যেহেতু সম্পর্কের ইতি ঘটেছে, তাই কার অপরাধ বেশি ছিল, সেটা খুঁজে বের করা একেবারেই অনর্থক।
বিচ্ছেদপরবর্তী সময়ে নিজের পছন্দের কাজগুলো করুন, যেন মন ভালো থাকে। নিজেকে আলাদা করে সময় দিন।
সৃজনশীল কোনো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন। অনেকে বিখ্যাত মানুষ বিচ্ছেদের পর সেরা বইটি লিখেছেন, তৈরি করেছেন জনপ্রিয় গান।
ব্যক্তিগত বলয়ের মধ্যে আটকে না থেকে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান। নিজেকে ব্যস্ত রাখুন।