বিফ বা মাটন হান্ডি খাওয়ার এ-ই তো সময়। বিভিন্ন এলাকায় অনেক রেস্তোরাঁই আছে মাটির হাঁড়িতে এই বিফ বা মাটন হান্ডির আয়োজন।
স্ট্রিট ফুডের কার্টগুলোয় পিৎজা থেকে শুরু করে কাবাব, নানা ধরনের মিষ্টি, মোমো, নাচোস, মিট বক্সসহ আরও অনেক রকম বৈচিত্র্যময় খাবার পাওয়া যায়। শুধু স্ট্রিট ফুড খাওয়ার জন্য জমে ওঠে শীতের সন্ধ্যা।
নানা স্বাদের গরম গরম ওয়াফলের স্বাদ নিতে চলে যেতে এলাকার ওয়াফলের দোকানে।
হাঁসের মাংসের মজা তো শীতেই। হাঁসের মাংস খেতে তাই চলে যেতে পারেন রাজধানীর দিয়াবাড়ি, আগারগাঁও, কালশী, পূর্বাচলে।
এখন রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানে ছোট ছোট মটকায় হরেক স্বাদের চা বিক্রি হতে দেখা যায়। চায়ের সঙ্গে আড্ডায় জমে যাবে শীতের সন্ধ্যা।