শোয়ার ঘরের আসবাব (খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি) সাজানোর সময় ইংরেজি বর্ণ এল (L) বা ইউ (U) আকৃতি জনপ্রিয়। এভাবে সাজালে ঘরের পরিসর বেশ বড় দেখাবে।
শোয়ার ঘরে খাট এক দিকে দেয়ালের পাশে রাখতে পারেন। খাটের পাশেই রাখুন ড্রেসিং টেবিল। খুব বেশি সমস্যা না হলে ড্রেসিং টেবিল খাটের বিপরীত দিকে না রাখাই ভালো।
ড্রেসিং টেবিল রাখার ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা প্রয়োজন। এমন স্থানে এটি রাখুন, যাতে আয়নায় বাইরে থেকে শোয়ার ঘরের ভেতরটা না দেখা যায়।
ড্রয়িংরুমের পরিসর বড় হলে কারুকার্যময় বড় কাঠের বা চামড়ার সোফা ব্যবহার করা যাবে। ছোট পরিসরে যথাসম্ভব কম ডিজাইনের সোফা ব্যবহার করুন।
ঘরে কোনো অব্যবহৃত পুরোনো আসবাব থাকলে ফেলে না রেখে স্টোর রুমে রাখতে পারেন। স্টোর রুম না থাকলে রং বা বার্নিশ করে ঘরের যেকোনো ফাঁকা জায়গায় বসিয়ে দিতে পারেন।
এখন ট্রাংক ও স্টিলের আলমারির ব্যবহার প্রায় উঠেই গেছে। তার পরও ঘরে ট্রাংক থাকলে তা বোঝা ভাবার কোনো কারণ নেই। অনেকেই ট্রাংকে ‘রিকশা পেইন্ট’ করে সাজিয়ে রাখেন।
দুজনের সংসার হলে টেলিভিশন বেডরুমেই রাখতে পারেন। ঘরের সদস্যসংখ্যা বেশি হলে ড্রয়িংরুমে রাখা যেতে পারে।