সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয়। ফারেনহাইটে যেটা ৯৮.৬ ডিগ্রি।
কিন্তু নতুন গবেষণা বলছে, এই তাপমাত্রাকে একদম আদর্শ মাপকাঠি হিসেবে বিবেচনা করা ঠিক না।
‘জেএএমএ ইন্টারনাল মেডিসিন’–এ প্রকাশিত একটা গবেষণায় দেখা যায়, মানবদেহের গড় তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস; তবে বয়স, লিঙ্গ, ওজন ও উচ্চতাভেদে এই তাপমাত্রা ভিন্ন হতে পারে।
এ ছাড়া শারীরিক তৎপরতা, দিন-রাতের সময়ের পার্থক্য অথবা নারীদের মাসিক চলাকালীন অবস্থাও দেহের তাপমাত্রা কমাতে বা বাড়াতে প্রভাব ফেলতে পারে।