যেসব রোগীর প্লাটিলেট কমে যায়, প্লাটিলেট বাড়াতে অনেকে তাঁদের পেঁপে পাতার রস করে খেতে বলেন। পেঁপে পাতার রস কি আসলেই প্লাটিলেট বাড়াতে কার্যকর?
২০১৭ সালে ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, এটি কার্যকর। ৪০০ ডেঙ্গু রোগীর ওপর গবেষণাটি পরিচালিত হয়। যাঁদের মধ্যে অর্ধেক রোগীকে আলাদা করে পেঁপে পাতার রস খাওয়ানো হয়।
ফলাফলে দেখা যায়, অন্য রোগীদের তুলনায় পেঁপে পাতার রস খাওয়া রোগীদের প্লাটিলেট বেশ ভালো এবং তাঁদের জটিলতাও তুলনামূলক কম।
তবে পেঁপে পাতার রস নিয়ে চিকিৎসকদের মধ্যে ভিন্নমতও আছে। তাঁদের মতে, এটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। একাধিক বাংলাদেশি চিকিৎসক বলেছেন, পেঁপে পাতার রস খাওয়ার পর ডেঙ্গু রোগীর প্লাটিলেট বেড়েছে, এমন কোনো শক্ত তথ্য নেই।
কোনো ওষুধের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে হলে র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল জরুরি। এই ট্রায়ালে উত্তীর্ণ হলেই সেটাকে গ্রহণ করা যায়। এমন কোনো পরীক্ষায় পেঁপে পাতার নির্যাস এখনো উত্তীর্ণ হয়েছে বলে শোনা যায়নি।