আপনার জীবনে ফ্যাশনের গুরুত্ব কতটা?
নিজেকে প্রকাশ করার জন্য ফ্যাশন আমার কাছে অন্যতম মাধ্যম।
কবে প্রথম সেটা উপলব্ধি করেন?
কিশোরী বয়সেই সেটা আমি বুঝে গিয়েছিলাম। সেই সময় থেকেই ফ্যাশনেবল পোশাক আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলত।
নিজের কেমন স্টাইল আপনার পছন্দ?
সাধারণত মিনিমালিস্ট ও মার্জিত থাকতে পছন্দ করি। তবে একই সঙ্গে সেটা আরামদায়ক হওয়া চাই।
সিনেমার জগত আপনার স্টাইলে কতটা ভূমিকা রেখেছে?
এটা বলার অপেক্ষা রাখে না যে সিনেমা আমার ফ্যাশন সেন্সকে আরও উন্নত করেছে। একটি গল্প বলার সঙ্গে যে পোশাকেরও বিশেষ গুরুত্ব থাকে, সেটা বুঝিয়েছে সিনেমা।
নিজের আয়ে কেনা প্রথম ফ্যাশনেবল পণ্যটি কী?
মনে আছে, কালো রঙের একটি ক্ল্যাসিক ব্লেজার কিনেছিলাম। যেটা আমি কয়েক বছর পরেছি। এটি আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকের ঘটনা।
আপনার সংগ্রহের এমন একটি ফ্যাশন উপকরণের খোঁজ চাই, যেটা আপনি আগলে রেখেছেন?
আমার দাদির পুরোনো একটি স্কার্ফ। এই স্কার্ফ আমার আবেগের পাশাপাশি শিকড়কে আঁকড়ে ধরার প্রেরণা দেয়।
কোনো আউটফিট সংগ্রহের আগে আপনি কোন ভাবনা মাথায় রাখেন?
পোশাকটির আরামের পাশাপাশি কতভাবে পরা যাবে, সেটা মাথায় রাখি। আমি সচেতনভাবে ফার্স্ট ফ্যাশন এড়িয়ে চলি।
ফেমিনা অবলম্বনে