জীবনযাপন ডেস্ক
আদর জৈন ও আলেখা আদভানির বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে গেল। সব্যসাচী মুখার্জির নকশা করা লাল লেহেঙ্গায় মালাবদল করেন আলেখা আদভানি।
সুহানা খানের এই লুক প্রশংসা কুড়িয়েছে অনলাইনের দুনিয়ায়।
আলিয়া ভাট দেখা দিয়েছেন একরঙা একটি শাড়িতে।
লাল গোলাপ দিয়ে বানানো পাপারাজ্জি কর্নারের সামনে আলিয়া ভাট ও রণবীর কাপুর।
রণবীর কাপুরের মা নীতু কাপুর।
কমবেশি সবাই দেখা দিয়েছেন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে। অনন্যা পান্ডের ওয়েডিং ফ্যাশনও কুড়িয়েছে তালি।
‘চিরসবুজ’ রেখা দেখা দিয়েছেন চেনা লুকে।
কমলা শাড়িতে কারিনা কাপুরের সিঁদুর লুকের দারুণ প্রশংসা করেছেন ভক্তরা।
আইভরি–রঙা জমকালো সালোয়ার কামিজে গৌরী খান।
ঘিয়েরঙা শাড়ি আর এথনিক জুয়েলারিতে কারিশমা কাপুর।
মেহেদি অনুষ্ঠানে গোল্ডেন শর্ট কামিজে আলিয়া ভাট।
মেহেদি হাতে কারিশমা কাপুর ও কারিনা কাপুর।
কারিশমা ও রণবীর কাপুর।
আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা।
কারিনা কাপুর ও সাইফ আলী খান।