>

কম্বোডিয়া থেকে ভোট চাইলেন বাংলাদেশের জেসিয়া

জীবনযাপন ডেস্ক

‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’-এর মুকুট উঠল দেশের মডেলিং ইন্ডাস্ট্রির চেনা মুখ জেসিয়া ইসলামের মাথায়

গত ৮ জুলাই ভারতের জয়পুরে এক জমকালো আয়োজনে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’-এর আনুষ্ঠানিক বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সে সময় দেশ উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ায় আয়োজনটি ভারতে অনুষ্ঠিত হয়।

এই মুহূর্তে জেসিয়া ইসলাম আছেন কম্বোডিয়ায়। আজ সোমবার ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে উড়াল দেবেন থাইল্যান্ডে।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মূল আয়োজন—বিকিনি, ন্যাশনাল কস্টিউম, প্রশ্নোত্তর পর্ব ও গ্র্যান্ড ফিনালে রাউন্ড।

বিশ্বের ৭৫টি দেশ থেকে বিজয়ীরা অংশ নিচ্ছেন এই আয়োজনে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ।

২০১৭ সালে ১৮ বছর বয়সে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১৭টি দেশের মধ্যে সেরা ৪০-এ স্থান করে নিয়েছিলেন জেসিয়া। আট বছর ধরে মডেল হিসেবে কাজ করছেন তিনি।

এরপর অংশ নিয়েছেন ‘মিস চার্ম’ প্রতিযোগিতায়। তৃতীয়বারের মতো বাংলাদেশকে সুন্দরী প্রতিযোগিতার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেসিয়া ইসলাম।

কাঁঠাল, স্ট্রাইড, সানায়া কতুর, সাফিয়া সাথিসহ বেশ কিছু বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ডের পোশাক নিয়ে গেছেন জেসিয়া।

‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এর সেরা ১০ নির্বাচিত হবে মূলত ভোটের মাধ্যমে। তাই ভোট দিয়ে প্রতিযোগিতায় তাঁকে এগিয়ে রাখতে বাংলাদেশের সবাইকে আহ্বান জানিয়েছেন এই মডেল। ২৫ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভোট দেওয়া যাবে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এর ওয়েবসাইটে।