বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত আমন্ত্রিত হন ‘সাংহাই ফ্যাশন উইক ২০২৪’-এ।
সংবাদ সম্মেলনে কথা বলছেন তাসমিত আফিয়াত।
রাজশাহী সিল্কে তৈরি কেপের পেছনে লেখা ‘মায়ের দোয়া’। যেমনটা লেখা থাকে রিকশার পেছনে।
জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের অবয়ব ফুটে উঠেছে খাদি কাপড়ের এই পোশাকে, ইলাস্ট্রেশনে।
কাঁধখোলা ক্রপ টপে ফুটে উঠেছে ছাত্র-জনতার অভ্যুত্থানের সংবাদ। নিচের স্কার্টে লেখা ‘পানি লাগবে?’ এ ছাড়া রয়েছে অভ্যুত্থানে প্রাণ হারানো মীর মুগ্ধর ইলাস্ট্রেশন।
জামদানির কাটআউট গাউনের সঙ্গে গলার অলংকারে লেখা ‘গণতন্ত্র মুক্তি পাক’।
গোলাপি জামদানিতে বানানো হয়েছে এই ফ্লোরাল মিনি গাউন।
গামছা দিয়ে বানানো হয়েছে পশ্চিমা ধাঁচের কাটআউট স্লিট গাউন।
দেশি কাপড়ে তৈরি হয়েছে এসব টেকসই লাক্সারি ফ্যাশন।
মডেলের পরনে নকশিকাঁথার কোটি।
বিদেশি দর্শক আর ফ্যাশনবোদ্ধারা পছন্দ করেছেন তাসমিতের এই সংগ্রহ।
এক বছরের জন্য নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘স্ট্রাইড’-এর একটা স্টল থাকবে সাংহাইতে।
স্থানীয় ফ্যাশন ডিজাইনার ও ব্র্যান্ডের সঙ্গে ১ বছর চুক্তিভিত্তিক কাজ করবেন তিনি।
এই শোয়ের অর্থায়ন করেছে ওয়ার্ল্ড ফ্যাশন অর্গানাইজেশন।
রিক্সা আর্ট নিয়ে কাজ করে আগেও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছেন এই ফ্যাশন ডিজাইনার।
‘সাংহাই ফ্যাশন উইক ২০২৪’-এ বাংলাদেশের ছাত্র–জনতার অভ্যুত্থানকে এভাবেই তুলে ধরে সমাদৃত হয়েছেন তাসমিত আফিয়াত।