>

কামিজে স্মার্ট সাজ পেতে মনে রাখুন ৮ পরামর্শ

রয়া মুনতাসীর

তরুণ প্রজন্মের কাছে এখন কিন্তু আরামটাই মুখ্য, পাশাপাশি তাঁরা তৈরি করতে চান নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। এই দুই চাহিদা মেটাতে অনেকেই পরছেন কামিজ বা শার্ট কামিজ। 

কেউ যখন ক্যাজুয়াল বা আধা আনুষ্ঠানিকভাবে তৈরি হন, ওয়ান পিসকে মিক্সড অ্যান্ড ম্যাচ ধারায় যথাযথভাবে ব্যবহার করা যায়। এতে একই পোশাকে নিয়ে আসা যায় ভিন্নতা।

কামিজের সঙ্গে নানা আঙ্গিকে স্কার্ফের ব্যবহারে আসবে স্টাইলিশ লুক

জিনসের প্যান্টের সঙ্গে অনেকেই পরেন খাটো কুর্তা বা লম্বা ধাঁচের ওয়ান পিস কামিজ

পিচ রঙা কামিজটি সুতির। ওয়ান পিস হিসেবেই পরা যায়

নীল রঙের কামিজটি সিল্কের। এটিও ওয়ান পিস হিসেবে পরেন সবাই।

প্যান্টের সঙ্গে কামিজ বেছে নেওয়ার সময় সেটির কাট খুব ঐতিহ্যবাহী না হলেই ভালো

ওয়ান পিস হিসেবে কামিজগুলো কেনার সময় অনেক বাছবিচার করা হলেও পরার সময় অত হিসাবনিকাশ না করলেও চলে

ক্যাজুয়াল বা আধা আনুষ্ঠানিকভাবে যখন তৈরি হন, তখন ওয়ান পিসের এসব পোশাককে মিক্সড অ্যান্ড ম্যাচ ধারায় যথাযথভাবে ব্যবহার করা যায়। একই স্কার্ফ নানাভাবে ব্যবহার করা যায়।

মডেল সুনেহ্‌রা বিনতে কামালের ছবিগুলো তুলেছেন সুমন ইউসুফ