>

যে ৫ কৌশল আপনাকে ধনী হতে সাহায্য করবে

জীবনযাপন ডেস্ক

কেউ কেউ আছেন, যাঁদের বেতল ভালো অঙ্কের হলেও হাতে কোনো টাকা থাকে না।

সারা বছরই তাঁরা অর্থকষ্টে ভোগেন। এর মূল কারণ, তাঁরা আয়ের চেয়ে ব্যয় বেশি করেন।

একবারে বড় অঙ্ক নয়, অল্প করেই জমানোর অভ্যাস করুন।

চাহিদা ও প্রয়োজনের পার্থক্য বুঝে কেনাকাটা করুন। এ জন্য কোনো কিছু ভালো লাগলে হুট করে কিনে ফেলার সিদ্ধান্ত বাদ দিতে হবে।

বেতনের ৫০ ভাগ টাকা অতি প্রয়োজনীয় খরচের (বাড়িভাড়া, বিল, খাবার ইত্যাদি) জন্য বরাদ্দ রাখুন।

বাকি ৩০ ভাগ রাখুন বিনোদন বা অন্য কোনো খরচের জন্য, আর ২০ ভাগ রাখুন সঞ্চয়ের জন্য।

কেউ কেউ আছেন, যাঁরা নিজেকে জাহির করার জন্য অন্যের কাছ থেকে টাকা ধার করেন। টাকা জমাতে হলে প্রথমেই এই বদভ্যাস বাদ দিতে হবে।

প্রতিদিন কোন খাতে কত টাকা খরচ করছেন, তার একটি তালিকা করে রাখুন। এতে প্রতিদিনের খরচের একটি ধারণা পাবেন।

ডেবিট বা ক্রেডিট কার্ডে কেনাকাটা করার সময় অতিরিক্ত খরচ হয়। কিন্তু নগদ টাকায় কেনাকাটার সময় মানিব্যাগের হিসাব বুঝে খরচ করা হয়।

তথ্যসূত্র: গুড হাউসকিপিং