মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মরণে ঢাকার সাভারে ৮৪ একর জায়গাজুড়ে স্থাপন করা হয় জাতীয় স্মৃতিসৌধ।
এই স্মৃতিসৌধ একদিকে যেমন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন, একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের বীরত্বগাথা তুলে ধরে।
১৫০ ফুট উচ্চতার এই অনন্য স্থাপত্যকর্মটিতে খাঁজ আছে সাতটি। সেগুলো নিচ থেকে ক্রমে ওপরের দিকে উঠে গেছে।
এই সাতটি খাঁজ ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমাদের জাতীয় ইতিহাসের সাতটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা নির্দেশ করে।
স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৯৭২ সালের বিজয় দিবসে। আর এর জন্য নকশা আহ্বান করা হয় ১৯৭৮ সালে।
তরুণ স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশায় ১৯৭৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হয় ১৯৮২ সালে এবং ওই বছর ১৬ ডিসেম্বর হয় উদ্বোধন।
সৈয়দ মাইনুল হোসেনের জন্ম ১৯৫১ সালে ঢাকায়। জাতীয় স্মৃতিসৌধের পর ১৯৮২ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর, ১৯৮৫ সালে উত্তরা মডেল টাউনসহ ৩৮টি বড় নকশা করেন।
কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৮৮ সালে একুশে পদকে ভূষিত সৈয়দ মাইনুল হোসেন। ২০১৪ সালের ১০ নভেম্বর পরলোক গমন করেন তিনি।