শীতে ত্বক নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।
ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়ক খাবারগুলোতে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার: পালংশাক, ডার্ক চকলেট, বেদানা
ভিটামিন সি সমৃদ্ধ খাবার: লেবু, কমলা, পেয়ারা
হাইড্রেটিং খাবার: পানি, ডাব, শসা, তরমুজ, আনারস
ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার: চিয়া সিড, স্যামন, ওয়ালনাট
ভিটামিন ই সমৃদ্ধ খাবার: কাঠবাদাম, সূর্যমুখীর বীজ
জিঙ্ক সমৃদ্ধ খাবার: ডাল, কাজুবাদাম, মিষ্টিকুমড়ার বীজ
কোলাজেন-বুস্টিং খাবার: আদা, রসুন
পলিফেনলস সমৃদ্ধ খাবার: গ্রিন টি, অলিভ অয়েল
ছবি: প্রথম আলো, পেক্সেলস ডটকম
সূত্র: হোলিস্টিক হেলথস