>

স্বাস্থ্যকর চুলের জন্য যেসব খাবার খেতেই হবে

জীবনযাপন ডেস্ক

স্বাস্থ্যকর সুন্দর ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন।

স্বাস্থ্যকর চুলের প্রথম শর্ত পুষ্টিকর খাবার, যাতে চুলের জন্য প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান আছে।

বায়োটিনসমৃদ্ধ খাবার

ডিম, অ্যাভোকাডো, স্যামন

ওমেগা ৩–সমৃদ্ধ খাবার

চিয়া সিড, মিষ্টিকুমড়ার বীজ, আখরোট

ভিটামিন ই–সমৃদ্ধ খাবার

ব্রকলি, কাঠবাদাম, পালংশাক

প্রোটিনসমৃদ্ধ খাবার

ডাল, গ্রিক ইয়োগার্ট, মুরগির মাংস

ভিটামিন সি–সমৃদ্ধ খাবার

পেয়ারা, লেবু, স্ট্রবেরি, কিউই

ভিটামিন এ–সমৃদ্ধ খাবার

মিষ্টি আলু, গাজর, লাল ক্যাপসিকাম, লালশাক

সূত্র: হেলদি ফুডস

ছবি: প্রথম আলো ও পেক্সেলস