শিশুর চুলে উকুন হলে দূর করুন এই ৭ ঘরোয়া উপায়ে

আবৃতি আহমেদ

উকুন থেকে অনেক সময় র‍্যাশসহ নানা রকম সংক্রমণও হতে পারে শিশুর মাথায়। তাই শিশুকে এমন যন্ত্রণা থেকে রেহাই দিতে জেনে নিন উকুন দূর করার ৭টি ঘরোয়াপদ্ধতি।

১. অলিভ অয়েল

চুল থেকে উকুন নির্মূল করতে অলিভ অয়েল বেশ কার্যকর। পাশাপাশি উন্নত করে চুল ও মাথার ত্বকের স্বাস্থ্য।

২. পেট্রোলিয়াম জেলি

আঠালো বলে পেট্রোলিয়াম জেলি চুলের উকুনগুলোকে জেলের আঠায় আটকে ফেলে। চুলে বেশি করে জেলি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে উকুন মরে যায়। এরপর কয়েকবার শ্যাম্পু করলেই চুল পরিষ্কার।

৩. টি ট্রি অয়েল

জীবাণুরোধী বলে এই তেল উকুননাশক হিসেবে দারুণ কাজ করে। তবে ব্যক্তিবিশেষে অনেক সময় এই তেল ব্যবহারে চুলকানি বা র‍্যাশ দেখা দিতে পারে।

৪. মেয়োনিজ

চুলের সঙ্গে আটকে উকুন মেরে ফেলে মেয়োনিজ। ফিরিয়ে দেয় চুলের স্বাভাবিক আর্দ্রতা। খাওয়ার জিনিস চুলে ব্যবহার করা কিছুটা ব্যয়বহুল হলেও উকুন নাশ করার এই পদ্ধতি বেশ কার্যকর।

৫. মৌরির তেল (ফেনেল এসেনশিয়াল অয়েল)

এই তেলও চুলের উকুন পুরোপুরিভাবে দূর করতে পারে। নিয়মিত ব্যবহারে চুল হয় সুন্দর।

৬. রসুনবাটা

রসুন সালফেট–সমৃদ্ধ। গন্ধে সমস্যা না থাকলে বাটা রসুন চুলে লাগালে সহজেই উকুন দূর হবে।

৭. তিলের তেল

ক্ষুদ্রতর জীবাণুও রোধ করতে পারে এই তেল। উকুন দূর করতে নারকেল তেলের সঙ্গে তিলের তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এই তেল মাথার ত্বকের জন্যও ভালো।