>

যে ১০ লক্ষণ দেখে বুঝবেন চাকরি ছাড়ার সময় এসে গেছে

জীবনযাপন ডেস্ক

১. কাজ থেকে যখন আপনি বাসায় ফেরেন, তখন আর কোনো কিছু করার শক্তি বা উদ্যম থাকে না।

২. সকালে ঘুম থেকে উঠে অফিসে যেতে হবে বলে মানসিক চাপ হয়।

৩. অফিসের মিটিংয়ে আপনার মতামত গুরুত্বের সঙ্গে নেওয়া হয় না।

৪. ভালো কাজে প্রশংসা না জুটলেও ভুল কিছু করলে বা দেরি করে অফিসে ঢুকলে অথবা এক দিন বেশি ছুটি কাটালে বস রেগে যান।

৫. বেতন কম

৬. প্রতিদিন অফিস থেকে দেরি করে বাসায় ফিরতে হয়।

৭. অফিসে বন্ধু না থাকা।

৮. সময়ের সঙ্গে পদোন্নতি না হওয়া।

৯. অফিসের কাজে যখন আর উৎসাহ পান না।

১০. বর্তমান কর্মক্ষেত্রে যা অর্জন করতে চেয়েছিলেন, তা অর্জন করে ফেলেছেন।
তবে অন্তত তিন মাস চলার মতো অর্থনৈতিক ব্যাকআপ না রেখে বা আরেকটা চাকরি নিশ্চিত না করে বর্তমান চাকরি ছাড়বেন না।

সূত্র: কোসেরা ডটঅর্গ

ছবির সূত্র: প্রথম আলো, পেক্সেলস ডটকম