>

অনলাইনে যে ৫টি কাজ করে আয় করতে পারেন

জাহিদ হোসাইন খান

আপনার যদি লেখার আগ্রহ থাকে, তবে ব্লগ তৈরি করে নিয়মিত লিখতে পারেন।

আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সর, ফাইভারসহ বিভিন্ন সাইট থেকে লেখালেখির কাজ খুঁজে নিতে পারেন।

অনুবাদ ও ভাষান্তরের কাজ করেও উপার্জনের সুযোগ আছে। আগ্রহী ব্যক্তিরা শুধু ব্লগিং করেই মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারেন।

আপনার পছন্দের বিষয় বা রান্না, ভ্রমণ, শিক্ষামূলক বিষয়, প্রযুক্তি কিংবা বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে পারেন।

ভিডিওর ওপর নির্ভর করে মাসে ৭০০ থেকে ৫ হাজার ডলার আয়ের সুযোগ আছে।

উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক পরামর্শ, শিক্ষার্থীদের জন্য পড়াশোনার গাইডলাইন কিংবা কর্মীদের জন্য পেশাগত উন্নয়নের পরামর্শ দিয়ে অর্থ উপার্জন সম্ভব।

এ ক্ষেত্রে চাকরির পাশাপাশি মাসে ৩০ হাজার থেকে ১ লাখ টাকা আয়ের সুযোগ আছে।

প্রাসঙ্গিক ও আকর্ষণীয় বিষয় নিয়ে নিয়মিত পডকাস্ট তৈরি করলে স্পনসরশিপ ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করা সম্ভব।

বিভিন্ন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করে আয়ের সুযোগ রয়েছে

এ ক্ষেত্রে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয়ের সুযোগ আছে।

তথ্যসূত্র: ডিসকভার দ্য টেক