হাতব্যাগ নিয়ে বাইরে গেলে সঙ্গে একটি পানি ও ধুলারোধী অতিরিক্ত ব্যাগ রাখুন। প্রয়োজনে দামি হাতব্যাগটি সেই ব্যাগে ভরে আবহাওয়ার প্রভাব থেকে সুরক্ষিত রাখুন।
ব্যাগের আকার ঠিক রাখতে ভেতরে বাবল র্যাপ বা সাদা টিস্যু ভরে নিন। এ ক্ষেত্রে পত্রিকা বা রঙিন টিস্যু ব্যবহার করবেন না। কেননা এসবের রং ব্যাগের ভেতরে লেগে যেতে পারে।
আলমারির এক জায়গায় একটি ব্যাগ সোজা করে রাখুন। একটির ওপর আরেকটি চেপে রাখবেন না। এতে ব্যাগের আকার নষ্ট হতে পারে।
খেয়াল রাখবেন, ব্যাগ গুছিয়ে রাখার স্থানটি যেন শুষ্ক, ঠান্ডা এবং ধোঁয়াহীন হয়। স্যাঁতসেঁতে এবং আর্দ্র জায়গা থেকে শখের ব্যাগটি দূরে রাখুন।
ব্যাগের চামড়া ফেটে যাওয়া এবং রঙ ওঠা এড়াতে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন।
ব্যবহারের সময় যেন অমসৃণ কোন পৃষ্ঠের সঙ্গে ব্যাগটি ঘষা না খায়, সেদিকে খেয়াল রাখুন।
ব্যাগে কলম রাখার আগে দ্বিতীয়বার ভাবুন। কোনোভাবে কালি বেরিয়ে যদি ভেতরে লেগে যায়, তাহলে তা তুলে ফেলা প্রায় অসম্ভব।
ব্যাগে বিভিন্ন প্রসাধন, পারফিউম, লোশন এবং অন্যান্য জিনিস রাখার আগে ভালো করে সেসবের মুখ বন্ধ করে নিন। ভালো হয় যদি সেসবের জন্য আলাদা করে ছোট একটি পানিরোধী পাউচ রাখা যায়।
পানি থেকে সম্পূর্ণ দূরে রাখুন। ব্যাগটি কোনোভাবে ভিজে গেলে সেটি একটি শুকনো কাপর দিয়ে আলতো করে মুছে নিন।
কেনার সময় ব্যাগের সঙ্গে পাওয়া বাক্স, রসিদ, অথেনটিসিটি কার্ড এবং বুকলেট যত্ন করে রাখুন। কোনোদিন ব্যাগ বিক্রি করতে চাইলে এসব কাজে লাগবে।