উৎসবে হাজির হয়েছিলেন মিসরীয় অভিনেত্রী মীনা সালাবি। টিভি সিরিজ ‘এভরি উইক হ্যাজ আ ফ্রাইডে’ দিয়ে পরিচিতি পেয়েছেন তিনি। এএফপি
ছিলেন আরেক মিসরীয় তারকা ডালিয়া এল বেহেরি। ১৯৯০ সালে তিনি ‘মিস ইজিপ্ট’ হয়, একই বছর মিস ইউনিভার্সে দেশের প্রতিনিধিত্ব করেন। এএফপি
‘দ্য আইল্যান্ড ২’, ‘দ্য কোভেন্যান্ট’ ইত্যাদি সিনেমা, সিরিজ দিয়ে আলোচনায় এসেছেন আরওয়া গুদাহ, উৎসবে হাজির হন এই মিসরীয় তারকাও। এএফপি
২৬ বছর বয়সী অভিনেত্রী মায়ান এল সায়েদ তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। তিনিও হাজির হন উৎসবে। এএফপি
মিসরের আরেক তরুণ অভিনেত্রী ক্যারোলিন আজমি। তিনিও এসেছিলেন উৎসবে। এএফপি
টিভি ও চলচ্চিত্র অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন আমিনা খলিল। তিনিও এসেছিলেন উৎসবে। অভিনয় ছাড়াও নানা সামাজিক কার্যক্রমে যুক্ত তিনি। মিসরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছাদূতের দায়িত্বও পালন করেছেন তিনি। এএফপি
আলজেরীয়-ফিলিস্তিনি অভিনেত্রী নাসরিন তাফিস। অভিনয়ের সঙ্গে গানটাও তিনি ভালো জানেন। তিনিও হাজির হন উৎসবে। এএফপি
‘আয়জা আটগাওয়েজ’ দিয়ে আলোচনায় ছিলেন তিউনিসিয়ান-মিসরীয় অভিনেত্রী হেন্ড সাব্রি। তিনিও আলো ছড়িয়েছেন উৎসবে। এএফপি