>

ব্যাংক ডাকাতে জব্দ বক্স অফিস

বিনোদন ডেস্ক

পূজার সিনেমা হিসেবে বাজিমাত করেছে ‘বহুরূপী’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা এটি। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

কিছুদিন আগেই ভারতের সুপরিচিত চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপী’র পোস্টার শেয়ার করে জানালেন, মুক্তির পর ১৪ দিনে এই সিনেমা প্রায় আট কোটি রুপি আয় করেছে। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

নতুন খবর, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ছবিটির আয় ১০ কোটি রুপি ছাড়িয়েছে। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

১৯৯৮ থেকে ২০০৩ সালের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার রায়পুরে পরপর ঘটে যাওয়া ব্যাংক ডাকাতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘বহুরূপী’। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

জমাটি গল্প, টানটান চিত্রনাট্য, দুর্দান্ত গান আর ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের অভিনয়ের কারণে দর্শক টেনেছে ছবিটি। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

অনেক দিন ধরেই দর্শক-সমালোচকদের অভিযোগ, বাংলা ছবিতে শিকড়ের গন্ধ পাওয়া যায় না। অনেকে মনে করছেন, ‘বহুরূপী’তে শিকড়ের গন্ধ আছে, তাই ছবিটি লুফে নিয়েছেন সব বয়সের দর্শক। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে

৮ অক্টোবর মুক্তি পেয়েছিল তিনটি বাংলা ছবি। ‘টেক্কা’ আর ‘শাস্ত্রী’কে পেছনে ফেলে আয়ের নিরিখে ১ নম্বরে রয়েছে ‘বহুরূপী’ই। প্রযোজনা সংস্থার ফেসবুক থেকে