>

ফারিণ লিখেছেন, ‘আমাকে খুঁজে বের করুন’

বিনোদন প্রতিবেদক

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের মেয়ের সঙ্গে এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সাজুনি বুড়ি নিজে নিজে সেজেছে! এবং বাবার সাথে সেলফি!’

অভিনয়ের পাশাপাশি এখন উপস্থাপনাও করে থাকেন তানিয়া আহমেদ। মাঝেমধ্যে লেখালেখিও করে থাকেন। এই স্থিরচিত্র পোস্ট করে তানিয়া লিখেছেন, ‘যে খামে লিখেছি, তোমার ঠিকানা, অযাচিত প্রেম, নিবিড় কামনা, ভাবনা বিভোর, সিক্ত দুচোখে, লিখেছি প্রেমের কাব্য, ভেবেছি কখনো, হৃদয় গভীরে, এই তোমাকেই রাখব। সেই চিঠি হায়, একাকী নিথর, লুকিয়ে কেঁদেছে, থেকেছে বিভোর। কানামাছি সুখ, খুঁজে ফিরেছে, মৃদু স্পর্শের সঙ্গ, চাওয়া–পাওয়া মাঝে, দুলছে কেবল, অপারগ সুখ বিহঙ্গ।’

একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। মাঝেমধ্যে দেশে বেড়াতে আসেন। এই তারকা ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে যখন দেখি—তার চেয়ে বেশি দেখি যখন দেখি না…।’

স্কুলজীবনের এই স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে পোস্ট করে ফারিণ লিখেছেন, ‘আমাকে খুঁজে বের করুন।’

‘তুমি আমি আমি তুমি’ শিরোনামের একটি নাটকের শুটিং করতে গিয়ে আরশ খানের সঙ্গে সুনেহরার বন্ধুত্ব তৈরি হয়েছে। এরপর থেকে দুজনে একে অপরের সঙ্গে বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করে চলছেন।