সেলেনা এখন হয়ে উঠেছেন পুরোদস্তুর অভিনেত্রী। শুধু কি তা-ই, চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি! এএফপি
২০২০ সালে এইচবিওর রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘সেলেনা+শেফ’ দিয়ে বলা যায় নতুনভাবে শুরু করেন তিনি। ব্যাপক জনপ্রিয়তা পায় অনুষ্ঠানটি। তবে অভিনেত্রী হিসেবে তাঁকে সমালোচকদের নজরে নিয়ে আসে হুলুর আলোচিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’। সিরিজটির জন্য অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবেও মনোনয়ন পান। এএফপি
তবে এবারের কান চলচ্চিত্র উৎসবে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার যেন আগের সবকিছুকেই ছাপিয়ে গেছে। স্বর্ণপামজয়ী ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের এমিলিয়া পেরেজ-এ অভিনয় করে আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন ও জোয়ি সালদানার সঙ্গে এ পুরস্কার জিতেছেন সেলেনা। এএফপি
মিউজিক্যাল ক্রাইম কমেডি ঘরানার সিনেমাটি মেক্সিকোর মাদক সম্রাটের, যিনি পরে নারীতে রূপান্তরিত হন। কানে প্রিমিয়ারের পর থেকেই সেলেনার অভিনয়ের তারিফ করেন সমালোচকেরা। এএফপি
সেলেনা ও ছবির অন্য অভিনয়শিল্পীরা এখন ব্যস্ত ‘এমিলিয়া পেরেজ’ ছবির প্রচারে। এএফপি
আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে ছবিটি। এএফপি
বাংলাদেশের দর্শকেরাও দ্রুতই ছবিটি ঘরে বসেই দেখতে পারবেন। এএফপি
আগামী ১৩ নভেম্বর ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এএফপি
আপাতত গানের চেয়ে অভিনয়েই বেশি মনোযোগী হতে চান সেলেনা গোমজে। এ প্রসঙ্গে স্মার্টলেস পডকাস্টকে তিনি বলেন, ‘গানের সঙ্গে আমার যাত্রাটা খুব উপভোগ্য ছিল। কনসার্টে কনসার্টে ঘোরাটাও ছিল দারুণ ব্যাপার। তবে এখন অভিনয় করে খুব আনন্দ হচ্ছে, আমি এটা চালিয়ে যেতে চাই। অভিনয় ক্যারিয়ারে থিতু হতে চাই।’ এএফপি