>

সিরিজটি কেন মুক্তির আগেই আলোচনায়

বিনোদন ডেস্ক

সিরিজটির সঙ্গে যুক্ত আছেন অ্যাকশন সিনেমার প্রখ্যাত দুই নির্মাতা জো ও অ্যান্থনি রুশো। তাই এতে নতুন কিছু পাওয়া যাবে আশা দর্শকের। আইএমডিবি

জো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এতে। আগে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে নির্মিত হয় ‘সিটাডেল’। ফ্র্যাঞ্চাইজিটি নিয়েও আগ্রহ আছে দর্শকের। আইএমডিবি

সম্প্রতি মুম্বাইতে এক অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে সিরিজটির ট্রেলার। এএফপি

মুক্তির পর থেকেই আলোচনায় সিরিজটির ট্রেলার। এতে সামান্থা-বরুণের অ্যাকশন চমকে দিয়েছে অনেক দর্শককে। আইএমডিবি

ট্রেলারটি দেখে অনেক দর্শক এমনও বলছেন, এটির জনপ্রিয়তা রাজ ও ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান’কেও ছাড়িয়ে যেতে পারে। আইএমডিবি

এই সিরিজে হানির চরিত্রে দেখা যাবে সামান্থাকে। তিনি স্পাই। পাশাপাশি তিনি এক মেয়ের মা। মেয়ে ‘নাদিয়া’কে কীভাবে রক্ষা করেন, তা নিয়েই গল্প। এএফপি

অন্যদিকে ‘বানি’ চরিত্রে বরুণ ধাওয়ানও স্পাই। এএফপি

দুজনের জীবনেই আলাদা লড়াই, কিন্তু পেশা এক। তাই ঘটনাচক্রে জুড়ে যাবে তাদের জীবন। ট্রেলারেই তার খানিক আভাসও মিলেছে। সেখানেই দেখা গেছে কীভাবে ‘হানি-বানি’ দুজনে একসঙ্গে মিলে লড়াই করছে। এএফপি

এই ওয়েব সিরিজে সামান্থা ও বরুণ ছাড়াও রয়েছেন কে কে মেনন, সিমরান, সাকিব সেলিম, সিকন্দর খের, সোহম মজুমদার, শিবঙ্কিত পারিশার। আইএমডিবি

নব্বই দশকের প্রেক্ষাপটে এই সিরিজের কাহিনি গড়ে উঠেছে। অ্যাকশনে ভরপুর এই সিরিজজুড়ে থাকবে ভালোবাসার গল্পও। আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে ‘সিটাডেল: হানি বানি’। এএফপি