নোবেল পুরস্কারের মৌসুম নিয়ে হাজির অক্টোবর। প্রথা অনুযায়ী, প্রতিবছর এ মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল। সে হিসেবে ৭ অক্টোবর থেকে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।
আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের একটি সনদ ও একটি স্বর্ণপদক দেওয়া হয়। এ বছর পুরস্কারজয়ী পাবেন ১০ লাখ মার্কিন ডলার।
এ বছর পুরস্কার কারা পাচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশ্বকে আরও শান্তিপূর্ণ করতে প্রচেষ্টা চালানো ব্যক্তি বা প্রতিষ্ঠান, মধ্যপ্রাচ্য সংঘাত, ইউক্রেন যুদ্ধ কিংবা সুদানে দুর্ভিক্ষ বা জলবায়ু সংকটের মধ্যে আশার ঝলক দেখানো অর্জনগুলো এ বছর নোবেল পুরস্কারে সম্মানিত হতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কাউকে বেছে নেওয়ার বিষয়টি নরওয়ের নোবেল কমিটির জন্য কঠিন কাজ হবে। ১১ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ড্যান স্মিথ বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়তো এ বছর কেউ শান্তি পুরস্কার পাবেন না।
ড্যান স্মিথ বলেন, বিশ্বজুড়ে ৫০টির বেশি সশস্ত্র সংঘাত চলছে। গত দুই দশকে এসব সশস্ত্র সংঘাতে প্রাণহানি নাটকীয়ভাবে বেড়েছে।
তবে শান্তি পুরস্কার প্রদান না করাকে পুরস্কার কমিটির ব্যর্থতা হিসেবে দেখা হবে এবং তাই পুরস্কার না দেওয়া অসম্ভাব্য বলে মনে করা হয়। নোবেল শান্তি কমিটির সচিব ওলাভ নজোলস্টাড বলেন, ‘এ বছরও শান্তি পুরস্কার দেওয়ার জন্য যোগ্য একজনকে পাওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’ গত বছর কারাবন্দী ইরানের অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি শান্তিতে নোবেল পান। এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৬ জন মনোনয়ন পেয়েছেন। তবে এ তালিকায় কাদের নাম থাকে, তা পাঁচ দশক ধরে গোপন রেখে চলেছে নোবেল কমিটি। তবে তালিকায় কারা মনোনয়ন পেয়েছেন, তারা চাইলে প্রকাশ করতে পারে। এ রকম এ বছর তালিকায় নাম রয়েছে ফিলিস্তিনে শরণার্থী নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ, ফিলিস্তিনি অধিকার সংস্থা আল–হাক, ইসরায়েলি অধিকার সংস্থা বি’টিলেসেম ও আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
এ ছাড়া মানুষের অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ অস্ত্রব্যবস্থার বিরুদ্ধে প্রচার চালানো স্টপ কিলার রোবটসের নামও তালিকায় থাকতে পারে।