নবাব সিরাজউদ্দৌলার পতন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ভারতের মুর্শিদাবাদে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার আবক্ষমূর্তি

বাংলা, বিহার ও ওডিশার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয় আজকের দিনে। আজ ২৩ জুন, পলাশী যুদ্ধ দিবস। নবাবের প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশীর প্রান্তরে হেরে যায় তাঁর বাহিনী, জয় পায় লর্ড ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী। এর মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের গোড়াপত্তন ঘটে।

অ্যান্টার্কটিকায় সামরিক কার্যক্রম নিষিদ্ধ

বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় সামরিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে

১৯৬১ সালের ২৩ জুন সই হয় অ্যান্টার্কটিক চুক্তি। ১২টি দেশ এই চুক্তিতে সই করে। এতে বলা হয়, অ্যান্টার্কটিকা মহাদেশে সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এ ছাড়া বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় যেকোনো ধরনের বৈজ্ঞানিক গবেষণামূলক কাজে এসব দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

ব্রেক্সিট নিয়ে ভোট গ্রহণ

গণভোটে যুক্তরাজ্যের ৫২ শতাংশ নাগরিক ব্রেক্সিটের পক্ষে ছিলেন

২০১৬ সালের এদিনে যুক্তরাজ্যে একটি গণভোট হয়। এতে দেশটির নাগরিকেরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা বা ব্রেক্সিটের পক্ষে মত দেন। যুক্তরাজ্যের ৫২ শতাংশ নাগরিক ব্রেক্সিটের পক্ষে ছিলেন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা

ফ্রান্সে ১৮৯৪ সালের ২৩ জুন প্রতিষ্ঠা পায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। শুরুতে এর সদস্য ছিল ১৩টি দেশ। এই কমিটির মাধ্যমে ১৮৯৬ সালে প্রথমবার আধুনিক অলিম্পিক আয়োজন করা হয়। এর পর থেকে প্রতি চার বছর পরপর অলিম্পিক গেমস আয়োজন করছে এই কমিটি।

বৈরী আবহাওয়ায় মোঙ্গল অভিযান ব্যর্থ

সময়টা ১২৮১ সালের ২৩ জুন। জাপান দখল করতে হাকাতা উপসাগরের কিয়ুশু দ্বীপের উপকূলে পৌঁছায় বিশাল মোঙ্গল বাহিনী। তবে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায় মোঙ্গল বাহিনী। জাপানে অভিযান চালাতে গিয়ে ঝড়ের কবলে মোঙ্গল সেনাক্ষয়ের এটা দ্বিতীয় ঘটনা। জাপানিরা বিশ্বাস করেন, অভিযানের মুখে কামিকাজি বা শক্তিশালী ঝোড়ো বাতাস পাঠিয়ে ঈশ্বর সেদিন তাঁদের রক্ষা করেছিলেন।