ইতিহাসের এই দিনে

সাগরতলে প্রাচীন যন্ত্রের সন্ধান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৮ মে। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

সাগর–মহাসাগরে নাবিকদের দিক নির্ণয়ের কাজে ব্যবহার করা হয় অ্যাস্ট্রোল্যাব
ছবি: এএফপি

সাগরতলে প্রাচীন যন্ত্রের সন্ধান

২০১৪ সালের এই দিনে সাগরতলে একটি প্রাচীন যন্ত্রের সন্ধান পাওয়া যায়। ব্রিটিশ ডুবুরি ডেভিড মেয়ারনস ওমান উপকূলে এই যন্ত্রের সন্ধান পান। অ্যাস্ট্রোল্যাব নামের এই যন্ত্র দিয়ে একসময় সাগর-মহাসাগরে দিক নির্ণয় করতেন নাবিকেরা।

ডুবুরি ডেভিড সাগরে ডুবে যাওয়া পর্তুগিজ জাহাজ এসমেরালদা ধ্বংসাবশেষ থেকে ওই যন্ত্র খুঁজে পেয়েছিলেন। ১৫০৩ সালে ওই জাহাজ ডুবে গিয়েছিল। এই অ্যাস্ট্রোল্যাবকে বিশ্বের সবচেয়ে পুরোনো অ্যাস্ট্রোল্যাব বলে বিবেচনা করা হয়।

হ্যান্স অ্যান্ডারসনের বই প্রকাশ

হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের লেখা কল্পকাহিনিগুলো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। অনেক ভাষায় তাঁর কাহিনিগুলো অনুবাদ করা হয়েছে। ১৮৩৪ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে তাঁর লেখা ‘ফেইরি টেলস’–এর প্রথম খণ্ড প্রকাশিত হয়। এতে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য পি’ গল্পটিও ছিল।

৩০ হাজার মানুষের প্রাণহানি

ক্যারিবীয় অঞ্চলের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট পিলে। ১৯০২ সালের এই দিনে এই আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়। প্রাণ যায় প্রায় ৩০ হাজার মানুষের।

সমকামীদের অধিকার সুরক্ষা

সমকামী ব্যক্তিদের অধিকার সুরক্ষার অগ্রগণ্য দেশ দক্ষিণ আফ্রিকা। ১৯৯৬ সালের এই দিনে দেশটির সংবিধানে সমকামীদের অধিকারের বিষয়টি যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে সাংবিধানিকভাবে সমকামীদের অধিকার রক্ষার পথ নিশ্চিত করে দেশটি।

টেমস নদীতে নির্মিত ‘বাঁধ’, যা ‘টেমস ব্যারিয়ার’ বলে পরিচিত

টেমস নদীতে ‘বাঁধ’ উদ্বোধন

টেমস নদীর পানিতে মধ্য লন্ডনের বড় একটি অংশ প্রায় প্রতিবছর প্লাবিত হতো। এই সমস্যা সমাধানে টেমসের পাড়জুড়ে ২০ মিটার দীর্ঘ ব্যারিয়ার (বাঁধ) নির্মাণ করা হয়। ১৯৮৪ সালের এই দিনে টেমসে এই ‘বাঁধ’ উদ্বোধন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।