বিশ্বে আজ ঢাকাসহ সবচেয়ে দূষিত যেসব নগর

বিশ্বজুড়ে দূষণজনিত সমস্যায় প্রতিবছর যত মানুষের মৃত্যু হয়, তার একটি বড় অংশের জন্য দায়ী বায়ুদূষণ। অনলাইনে বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ ৪ ডিসেম্বর বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহর ঢাকা। প্রথম আলোর পাঠকদের জন্য আজ আইকিউএয়ারের তালিকায় থাকা শীর্ষ ১০ দূষিত বায়ুর শহর সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো।

ঢাকা, বাংলাদেশ

বাতাসে মারাত্মক দূষণের কারণে নানা রোগে আক্রান্ত হন ঢাকার বাসিন্দারা। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা

বাংলাদেশের রাজধানী ঢাকায় বায়ুদূষণ বাড়ছেই। আজ বুধবার স্থানীয় সময় দুপুরে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল শীর্ষে। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২১০। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ঢাকার সড়কে মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল করে। সঙ্গে শিল্পকারখানার দূষণ মিলে ঢাকার বাতাসকে মারাত্মক অস্বাস্থ্যকর করে তুলেছে। আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

কায়রো, মিসর

কায়রোর আকাশ ঢেকে গেছে ধোঁয়াশায়

বায়ুদূষণে ঢাকার পরই আছে মিসরের রাজধানী কায়রো। বুধবার সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৯৯। ঢাকার মতো কায়রোর সড়কেও ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করে। নগরে বায়ুদূষণে সবচেয়ে বেশি ৩৩ শতাংশ ভূমিকাও এই যানবাহনের। সেখানে সড়কে চলাচল করা ৮০ শতাংশ গাড়ি ও ট্যাক্সি পুরোনো। এ ছাড়া কৃষিজমিতে নাড়া পোড়ানোর কারণে ২০ শতাংশ এবং ১৭ শতাংশ দূষণের জন্য দায়ী শিল্পকারখানা।

বাগদাদ, ইরাক

বাগদাদে বায়ু দূষণের একটি বড় কারণ ময়লা-আবর্জনা পোড়ানো ধোঁয়া

বুধবার সবচেয়ে দূষিত বাতাসের তালিকায় ৩ নম্বরে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৯৬। বাসিন্দারা নিয়মিত রাজধানীর বাতাসে সালফারের কড়া গন্ধ পাওয়ার অভিযোগ করেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিশেষ করে সালফার গ্যাসের উপস্থিতির কারণে বাগদাদের বাতাস এতটাই দূষিত হয়ে পড়েছে যে সেখানে শিশু ও বয়স্কদের ঘরের ভেতরে থাকা পরামর্শ দেওয়া হচ্ছে।

করাচি, পাকিস্তান

করাচির সড়কগুলোতে অধিকাংশ সময় তীব্র যানজট দেখা যায়

১৮০ একিউআই নিয়ে বুধবার বিশ্বের চতুর্থ দূষিত শহর পাকিস্তানের করাচি। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, করাচির বায়ু দূষণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সড়কে অতিরিক্ত যানবাহন, ময়লা-আবর্জনা পোড়ানো ধোঁয়া ও কলকারখানার দূষণ।

আসতানা, কাজাখস্তান

অন্যান্য রাজধানী শহরের মতো কাজাখস্তানের রাজধানী আসতানায়ও বায়ুদূষণের একটি বড় কারণ সড়কে অতিরিক্ত যানবাহন। নগরের সড়কে যানবাহন কমিয়ে আনতে দেশটির সরকার এ বছরের মাঝামাঝি গাড়ি আমদানির ওপর বড় ধরনের শুল্কারোপের সিদ্ধান্ত নেয়। ওই শুল্কারোপ বায়ুদূষণ নিয়ন্ত্রণে কতটা কাজে দেবে, তা নিয়ে বিতর্ক আছে। সমালোচকেরা বলেছেন, এতে সড়কে পুরোনো গাড়ি চলা বেড়ে যাবে। নতুন গাড়ির চেয়ে পুরোনো গাড়িতে দূষণ বেশি হয়।

কিনশাসা, কঙ্গো

দ্রুত নগরায়ণ এবং অপর্যাপ্ত পরিকাঠামো আফ্রিকার দেশে কঙ্গোর রাজধানী কিনশাসার বায়ুদূষণে বড় অবদান রাখে। বুধবার কিনশাসার একিউআই ছিল ১৭২।

কলকাতা, ভারত

বুধবার কলকাতার বাতাসে একিউআই ১৬৮। শুষ্ক মৌসুমে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাতাস বছরের অন্য সময়ের চেয়ে বেশি দূষিত হয়ে পড়ে। এ জন্য রাজ্যের ভেতরের কিছু কারণ ছাড়াও রাজ্যের বাইরের কিছু কারণকে দায়ী করা হয়। ভেতরের কারণ হিসেবে যানবাহন, কলকারখানা ও নির্মাণক্ষেত্রের দূষণকে দায়ী করা হয়। রাজ্য সরকার থেকে দূষণ কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

কামপালা, উগান্ডা

বুধবার সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় ৮ নম্বরে আছে আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালা। এদিন কামপালার একিউআই স্কোর ১৬২।

উহান, চীন

একিউআই স্কোর ১৫৯ নিয়ে বুধবার সবচেয়ে দূষিত বাতাসের নগরীর তালিকায় ৯ নম্বরে আছে চীনের মধ্যাঞ্চলের নগর উহান। শুধু উহান নয়; বেইজিং, তিয়ানজিন, হেবেই, নানজিংসহ প্রায় অর্ধেক চীন ধোঁয়াশায় ঢেকে গেছে।

দিল্লি, ভারত

বাতাসে ধুলা ও দূষণ কমাতে দিল্লিতে সড়কে পানি ছিটানো হচ্ছে

ভারতের রাজধানী দিল্লি নিয়মিতই সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় শীর্ষে উঠে আসে। কিন্তু বুধবার আইকিউএয়ারের তালিকায় দিল্লির অবস্থান তালিকায় ১০ নম্বরে। এদিন দিল্লির একিউআই স্কোর ১৫৪। যানবাহন, প্রতিবেশী রাজ্য থেকে আসা ফসলের গোড়া পোড়ানো ধোঁয়া ও কলকারখানার দূষণ দিল্লির বায়ুদূষণে মূল ভূমিকা রাখে।