ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলা
ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলা

ইতিহাসের এই দিনে: বিস্ফোরণে ছাই হয় কল্পনা চাওলার মহাকাশযান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘কলম্বিয়া’। ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি মহাকাশ অভিযান শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মহাকাশযানটি। পৃথিবীর মাটি ছুঁতে বাকি ছিল মাত্র কয়েক মিনিট। তখনই মুহূর্তের বিস্ফোরণে ছাই হয়ে যায় মহাকাশযানটি। এতে প্রাণ যায় মহাকাশযানে থাকা সাত নভোচারীর। তাঁদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলা ছিলেন।

এলিয়েন খুঁজতে প্রথম উদ্যোগ
সময়টা ১৯৮৫ সালের ১ ফেব্রুয়ারি, এলিয়েনের অস্তিত্ব খোঁজার অভিযানে নামে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সার্চ ফর এক্সট্রাটেরেস্টট্রিয়াল ইন্টেলিজেন্স (এসইটিআই)। এলিয়েন খোঁজার জন্য এটাই একমাত্র মার্কিন গবেষণা প্রতিষ্ঠান।

আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জোয়ান্না সিগুরোয়ার্দোত্তির

প্রধানমন্ত্রী হলেন এলজিবিটিকিউ জোয়ান্না
আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জোয়ান্না সিগুরোয়ার্দোত্তির। ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন তিনি। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েন এই রাজনীতিক। কেননা, দেশটির ইতিহাসে তিনিই প্রথম এলজিবিটিকিউ সম্প্রদায় থেকে উঠে আসা সরকারপ্রধান।

আফ্রিকার প্রথম সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল
ফাউন্টেইনস ভ্যালি, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার একটি সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল। ১৮৯৫ সালের ১ ফেব্রুয়ারি এটিকে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা দেন দেশটির তখনকার প্রেসিডেন্ট পল ক্রুগার। আফ্রিকা মহাদেশে প্রথম সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল এটি।