হেলিকপ্টার থেকে ইসরায়েলের হামলা, ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের এই হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। জেনিন, পশ্চিম তীর, ফিলিস্তিন, ১৯ জুন
ছবি: এএফপি

ইসরায়েলি বাহিনীর হামলায় এক কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে আজ সোমবার এই ঘটনা ঘটে। ওই অভিযানে ইসরায়েলি বাহিনীর সাত সদস্য আহত হয়েছেন।

এদিকে ঘটনার পর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন এলাকায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এ সময় আহত হয়েছে ৪৫ জন।

যে তিনজন নিহত হয়েছে, তাদের একজন আহমেদ সাকের। তার বয়স ১৫ বছর। অপর দুজন হলেন কাশাম আবু সারিয়া (২৯) ও খালেদ আসসা (২১)।

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে দেশটির বাহিনী জেনিনে প্রবেশ করলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই সেনা ও পাঁচ সীমান্তরক্ষী পুলিশ আহত হন। এ সময় ইসরায়েলি বাহিনীকে অভিযান চালাতে সাহায্য করার লক্ষ্যে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়।

ইসরায়েল সেনাবাহিনী বলছে, সেখানে অভিযানে গিয়ে তাদের একটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণে।

এই ঘটনার পর ফিলিস্তিনের এক গোয়েন্দা কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ২০০২ সালের পর এই প্রথম জেনিনে এমন ঘটনা ঘটল, যেখানে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে গুলি ছুড়ল।

এদিক ইসরায়েলের এই অভিযানের পর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, সেখানকার পরিস্থিতি খারাপ হচ্ছে। এতে তিনি উদ্বিগ্ন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে।