বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের আইকনিক ব্র্যান্ড আইফোন যেন হালফ্যাশন ও আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৬ সালের এ দিনে যাত্রা শুরু হয় অ্যাপলের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত হয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মার্কিন উদ্যোক্তা স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াকের হাত ধরে প্রতিষ্ঠানটির সূচনা হয়।
বাংলাদেশের ও ভারতের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। সংখ্যা কমতে কমতে সুন্দরবনে বসবাস করা এই প্রাণী এখন বিলুপ্তির পথে। অবাধে শিকার ও আবাসস্থল কমে আসায় প্রাণীটি সংকটের মুখে পড়ে। রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এমনই একটি উদ্যোগ ‘প্রজেক্ট টাইগার’। ১৯৭৩ সালের এ দিনে যাত্রা শুরু করে ভারত সরকারের এই উদ্যোগ। এর আওতায় রয়েল বেঙ্গল টাইগারের বুনো আবাসস্থল রক্ষার পাশাপাশি বাঘের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়।
সৌদি আরবের জেদ্দার আইকনিক ভবন জেদ্দা টাওয়ার। ২০১৩ সালের এ দিনে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচয়ে উঁচু ভবন। নকশায় এর উচ্চতা ধরা হয়েছে এক কিলোমিটার। দুবাইয়ের বুর্জ খলিফার স্থপতি যুক্তরাষ্ট্রের নাগরিক আড্রিয়ান ডি স্মিথ জেদ্দা টাওয়ারের নকশা করেছেন।
আফ্রিকার দেশ কেনিয়ার পরিবেশবাদী অধিকারকর্মী ওয়াঙ্গেরি মাথাই। ১৯৪০ সালের এ দিনে জন্ম নেন মাথাই। মারা যান ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর। ওয়াঙ্গেরি মাথাই জীবনভর পরিবেশ সুরক্ষায় কাজ করে গেছেন। এ জন্য ২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। ওয়াঙ্গেরি মাথাই প্রথম আফ্রিকান নারী, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন।
পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বে বিভিন্ন সময় নানা ধরনের প্রতিবাদ–আন্দোলন হয়েছে। এই বিষয়ে ১৯৮৩ সালের এ দিনে যুক্তরাজ্যের নারীরা অসাধারণ এক বিক্ষোভ করেন। পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রতিবাদে পথে নামেন প্রায় ৭০ হাজার নারী। ২২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন তাঁরা। মার্কিন বিমানঘাঁটি থেকে স্থানীয় একটি পারমাণবিক অস্ত্র উৎপাদন কেন্দ্র পর্যন্ত এই মানববন্ধন হয়।