গাজা ছেড়ে ফিলিস্তিনিদের অন্য দেশে চলে যাওয়া এবং উপত্যকায় নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলার আহ্বান জানিয়ে দুই ইসরায়েলি মন্ত্রী সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল মঙ্গলবার এ ধরনের বক্তব্যের সমালোচনা করেন।
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে তুরস্কে ৩৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে আরও ১৩ ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তুরস্কের আনাদোলু নিউজ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
কাতারে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে আরও ১০ বছরের জন্য সামরিক উপস্থিতির মেয়াদ বাড়াতে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে খবরটি নিশ্চিত করেছে।
হিনডেনবার্গের প্রতিবেদনের ভিত্তিতে শেয়ার কারচুপির মামলায় আদানি গোষ্ঠী ও ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডকে (সেবি) স্বস্তি দিলেন সুপ্রিম কোর্ট। আজ বুধবার সর্বোচ্চ আদালত জানিয়ে দেন, সেবির তদন্তে তাঁরা কোনো রকম হস্তক্ষেপ করবেন না। সেবিকে বাদ দিয়ে বিশেষ তদন্ত দল গঠনেরও প্রশ্ন নেই।
অনলাইন মেটাভার্সে ভার্চ্যুয়াল রিয়েলিটি গেম (ভিআর গেম) খেলার সময় ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের এক কিশোরী। ভার্চ্যুয়াল মাধ্যমে ওই ‘ধর্ষণের’ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ। ভার্চ্যুয়াল মাধ্যমে ‘ধর্ষণের’ ঘটনার অভিযোগে বিশ্বে সম্ভবত এটাই প্রথম পুলিশি তদন্ত।
পদত্যাগ করেছেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লোডিন গে। ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ নিয়ে মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন তিনি। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে অন্যের লেখার অংশবিশেষ চুরির অভিযোগ উঠেছে। এসব কারণে কয়েক সপ্তাহ ধরে পদত্যাগের ক্রমবর্ধমান চাপ সামলাতে হচ্ছিল ক্লোডিনকে।
এদিকে বেশির ভাগ বিদেশি শিক্ষার্থীর পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার ওপর বিধিনিষেধ কার্যকর করেছে ব্রিটিশ সরকার। তবে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটিতে বৈধ এবং অবৈধ—উভয় অভিবাসন হ্রাস করার জন্য তাঁর নিজের দলের সদস্যদের বিরোধিতার মুখে পড়েছেন।