বর্তমান সময়ের একটি আলোচিত প্রপঞ্চ কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই নামে বিশ্বে সমধিক পরিচিত। যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান কলিনস ডিকশনারির হিসাবে এ বছরের আলোচিত শব্দ নির্বাচিত হয়েছে ‘এআই’।
অভিধানটির প্রকাশনা কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এআইকে ২০২৩ সালের জন্য ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করে। কলিনস ডিকশনারির অভিধানপ্রণেতারা বলছেন, শব্দটির ব্যবহার অনেক বেড়েছে এবং এই বছর আনুষ্ঠানিক আলোচনা থেকে আড্ডা–বৈঠকে শব্দটির ছিল একক আধিপত্য।
কলিনসের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফট এ প্রসঙ্গে বলেন, ‘আমরা জানি, চলতি বছর এআই ছিল সবচেয়ে চর্চিত ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময়ে এআই খুব দ্রুত আমাদের যাপিত জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। যেভাবে জড়িয়ে রয়েছে ই–মেইল, লাইভ স্ট্রিমিংয়ের মতো শব্দগুলো।’
এবার কলিনসের আলিচোত শব্দ হওয়ার তালিকায় আরও কিছু শব্দ ছিল। সেগুলো হলো ‘গ্রিডফ্লেশন’, ‘ডি–ইনফ্লুয়েন্সিং’ ও ‘বাজবল’।
চলতি বছর বিশ্বজুড়ে ছিল অসহনীয় মূল্যস্ফীতি। তবে এর মধ্যেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ায় ‘গ্রিডফ্লেশন’ শব্দের অধিক ব্যবহারে এবার শব্দটি কলিনসের আলোচিত তালিকায় উঠে আসে। আর গত অ্যাশেজে (অস্ট্রেলিয়া–ইংল্যান্ড টেস্ট সিরিজ) বাজবল শব্দটি নতুন করে আলোচনায় আসে। অ্যাশেজে ইংল্যান্ড দলের খেলার নতুন আক্রমণাত্মক ধরনকে বাজবল নাম দেওয়া হয়।
গত বছর বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এর প্রভাব পড়েছিল পুরো বিশ্বে। গত বছর কলিনসের আলোচিত শব্দ ছিল ‘পার্মাক্রাইসিস’। শব্দটির মানে যুদ্ধ, মূল্যস্ফীতি বা রাজনৈতিক অস্থিতিশীলতার কাল। এর আগে ২০২০ সালে আলোচিত শব্দ নির্বাচিত হয় ‘লকডাউন’।