বিচিত্র

সুপারশপে দেখা, বাগদান ও বিয়েও সেখানেই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে কতই–না চেষ্টা থাকে বর-কনেদের। অনুষ্ঠানের জন্য বেছে নেন জমকালো সব স্থান। তবে যুক্তরাষ্ট্রের এক দম্পতি যেন ব্যতিক্রম। তাঁরা বিয়ে করেছেন একটি সুপারশপে। কারণ, সেখানেই তাঁদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। পরে দুজনের বাগদানও হয় সেখানে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডে শহরের ওই সুপারশপে ১৯ নভেম্বর এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর-কনের বয়সটাও কম নয়। বর ডেনিস ডেলগাডো ৭৮ বছর বয়সী আর কনে ব্রেন্ডা উইলিয়ামসের বয়স ৭২ বছর। দুজনই তাঁদের আগের সঙ্গীদের হারিয়েছেন।

ডেনিস-ব্রেন্ডার প্রথম সাক্ষাৎ হয়েছিল ওই সুপারশপেই, গত বছরের ৩ আগস্ট। সেদিন একটি তাক থেকে মেয়নেজ কিনছিলেন ডেনিস। একই তাক থেকে একধরনের সস কিনছিলেন ব্রেন্ডা।

এই সময় দুজনের মধ্যে কথোপকথন হয়। মাত্র ৩০ মিনিট পরই হয় মুঠোফোন নম্বর দেওয়া-নেওয়া। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।

এরপর চলতি বছরের এপ্রিলে বাগদান হয় ডেনিস ও ব্রেন্ডার। ব্রেন্ডা চাইছিলেন, তাঁদের বাগদানও যেন ওই সুপারশপে হয়। তিনি বলেন, ‘ডেনিস আমাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল আর আমিও বললাম, আমাদের প্রথম সাক্ষাৎ হওয়ার স্থানেই কাজটি সারতে।’

এদিকে বিয়ের অনুষ্ঠান আয়োজনে কোনো আপত্তি ছিল না ওই সুপারশপ কর্তৃপক্ষের। বিয়ের দিন যে স্থান থেকে দুজনের প্রেমের শুরু, সেখান দিয়েই হেঁটে যান ব্রেন্ডা। তিনি বলেন, ‘আমি বৃদ্ধ হয়ে গেছি। সে-ও বৃদ্ধ। আমাদের জীবনে যে আর খুব বেশি বছর বাকি নেই, এটা কিন্তু সত্যি। তাই আমি বললাম, আমাদের হাতে যেহেতু আর বেশি সময় নেই, তাই একটু পাগলামি করলে মন্দ হয় না।’

নববধূ ব্রেন্ডার আশা, তাঁদের দুজনের কাছে আসার গল্প থেকে অন্যরা এটা বুঝতে পারবেন যে ভালোবাসার মানুষটি অনেক সময় ধারেকাছেই থাকে, শুধু খুঁজে নিতে হয়।