বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৭ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
স্পেনের উদ্ভাবক লিওনার্দো তোরেস কুয়েদো একটি যন্ত্র আবিষ্কার করেন, নাম টেলেকিন। ১৯০৫ সালের এই দিনে সেটিকে বিলবাও শহরে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। টেলেকিন ছিল বর্তমান সময়ের তারবিহীন দূরনিয়ন্ত্রণ যন্ত্র। এটিকে রিমোটের মতো দূর থেকে নিয়ন্ত্রণ করা যেত। বলা হয়ে থাকে, বিশ্বের প্রথম দূরনিয়ন্ত্রণ যন্ত্র এটি।
কানাডীয়-প্যাসিফিক রেলপথের নির্মাণযজ্ঞ শেষ হয় ১৮৮৫ সালের এই দিনে। এর মধ্য দিয়ে নতুন একটি আন্তমহাদেশীয় রেলের যাত্রা শুরু হয়। এই রেলপথ কানাডার পূর্বাঞ্চলকে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সঙ্গে যুক্ত করে।
২০১৯ সালের ৭ নভেম্বর গবেষকেরা প্রথমবারের মতো সৌরজগতে প্লাজমা আবরণের অস্তিত্ব পর্যবেক্ষণ করেন। এ আবরণ কসমিক রশ্মির প্রবেশ ঠেকাতে ভূমিকা রাখে।
আজ বিজ্ঞানী মেরি কুরির জন্মদিন। পোল্যান্ডের এই পদার্থবিদের জন্ম ১৮৬৭ সালের ৭ নভেম্বর। দুবার নোবেল পুরস্কার জিতে অনন্য কীর্তি গড়েছেন তিনি।