ইতিহাসের এই দিনে

মিনিটে ৩১ মিলিমিটার বৃষ্টি

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৪ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

তুমুল বৃষ্টিতে ভেসে যায় মেরিল্যান্ডের বাড়িঘর, খামার, সড়ক
প্রতীকী ছবি: রয়টার্স

সময়টা ১৯৫৬ সালের ৪ জুলাই। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ইউনিয়ন ভিলের মানুষ অদ্ভুত এক পরিস্থিতিতে পড়েন। তুমুল বৃষ্টি হয় সেখানে। এই বৃষ্টিকে মুষলধারে বললেও যেন কম হবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টিতে ভেসে যায় বাড়িঘর, খামার, সড়ক। বিচ্ছিন্ন হয়ে যায় টেলিফোনের সংযোগ। পরে আবহাওয়া দপ্তর জানায়, সেদিন শহরটিতে ১ মিনিটে ৩১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এটা বিশ্ব রেকর্ড। কেননা, এক মিনিটে এত বৃষ্টি আর কোথাও হয়নি।

স্বাধীনতা পায় যুক্তরাষ্ট্র

রীতিমতো যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে যুক্তরাষ্ট্র

এখনকার যুক্তরাষ্ট্র একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। রীতিমতো যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে মার্কিন মুলুক। ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়। উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড উপনিবেশমুক্ত হয়। এই ১৩ ভূখণ্ড সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র নামে পরিচিতি পায়।

জেরুজালেমের নিয়ন্ত্রণ ফিরে পায় মুসলিম বাহিনী

তখন ক্রুসেড চলছিল। ১১৮৭ সালের এই দিনে মধ্যপ্রাচ্যের হাতিনে ক্রুসেডারদের মধ্যে কঠিন যুদ্ধ হয়। সাফল্য লাভ করে মুসলিম বাহিনী। পিছিয়ে যান খ্রিষ্টান ক্রুসেডাররা। এর ফলে পবিত্র নগরী হিসেবে পরিচিত জেরুজালেমের নিয়ন্ত্রণে ফিরে পান মুসলিমরা।

মঙ্গলে অবতরণ করে নাসার যান

সোজারনার রোভার—মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি রোবটযান। মঙ্গল গ্রহে অভিযানের জন্য এই যান বানানো হয়েছিল। ১৯৯৭ সালের এই দিনে মঙ্গলের পৃষ্ঠে নামে সোজারনার রোভার। পরবর্তী ৮৩ দিন মঙ্গলে অবস্থান করে তথ্য সংগ্রহ ও গবেষণা কার্যক্রম চালায় এটি।