ডাইনোসরের ডিমের ফসিলের সন্ধান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৯ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

চীনে ১৯৯৩ সালে ডাইনোসরের ডিমের ফসিল পাওয়া যায়

একসময় বিশ্বে ডাইনোসরের অস্তিত্ব ছিল। সময়ের বিবর্তনে প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত ডাইনোসরের ডিমের ফসিল খুঁজে পাওয়া যায় চীনে, ১৯৯৩ সালের এই দিনে। এর নাম দেওয়া হয় ‘বেইবেইলং সাইনেনসিস’। এর অর্থ, চীনের শিশু ড্রাগন।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের কার্যক্রম শুরু

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সবার আগে পার্লামেন্টের কার্যক্রম চালু করে অস্ট্রেলিয়া। ১৯০১ সালের এই দিনে মেলবোর্নে অস্ট্রেলীয় পার্লামেন্টের কার্যক্রম উদ্বোধন করেন যুক্তরাজ্যের প্রিন্স জর্জ। পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের রাজা হয়েছিলেন। নাম নিয়েছিলেন রাজা পঞ্চম জর্জ।

গোপন বার্তা তৈরির যন্ত্রের খোঁজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদানে গোপন বার্তা কিংবা সংকেত ব্যবহার করত। নাৎসি জার্মান বাহিনীও এর ব্যতিক্রম নয়। ১৯৪১ সালের এ দিনে জব্দ করা একটি জার্মান ডুবোজাহাজ থেকে একটি যন্ত্র উদ্ধার করে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী। যন্ত্রটি ব্যবহার করে গোপন বার্তা তৈরি করা হতো। সহজ করে বললে, এসব বার্তা যাতে কেউ পড়তে না পারে, সে জন্য তা কোডে পরিণত করতে এই যন্ত্র ব্যবহার করা হতো।

ইইউ গঠনের পথে এগিয়ে যাওয়া

আজকের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যাত্রা শুরু হয়েছিল গত শতকে। শুরুর দিকে ইউরোপের দেশগুলো একসঙ্গে কয়লা ও ইস্পাত উৎপাদন করার মধ্য দিয়ে সহযোগিতার সম্পর্কের যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে এই সহযোগিতার সম্পর্ক ইইউর পথে ইউরোপের দেশগুলোকে এগিয়ে নেয়। ১৯৫০ সালের এই দিনে ইউরোপের দেশগুলোর একত্রে কয়লা ও ইস্পাত উৎপাদনের প্রস্তাব দেন তখনকার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শুম্যান।